জীববিদ্যার গোড়ার কথা

Show Important Question


41) সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কী?
A) মাইকোপ্লাজমা
B) ব্যাসিলাস ব্যাসিলাম বুটসচিলি
C) ব্যাসিলাস সাবটিলিস
D) কোলি

42) চিংড়ি কোন জাতীয় প্রাণী?
A) অ্যানিলিডা
B) সন্ধিপদী
C) একাইনোডারমাটা
D) মোলাস্কা

43) কোনটি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী নয়?
A) টোলেনস
B) বেয়াত্মর
C) ওবেলিয়া
D) অ্যামিবা

44) যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না—
A) স্তন্যপায়ী
B) উভচর
C) সরীসৃপ
D) পক্ষী

45) নিচের কোনটি মোলাস্কা জাতীয় প্রাণী?
A) চিংড়ি
B) গিরগিটি
C) শামুক
D) আরশোলা

46) কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব?
A) ভাইরাস
B) ব্যাকটিরিয়া
C) প্রোটোজোয়া
D) অ্যামিবা

47) একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হল--
A) লরিসিফেরা
B) একিডনা
C) লেমুর
D) টলপা

48) স্পাইরোগাইরা একটি কী?
A) ছত্রাক
B) ফার্ণ
C) শৈবাল
D) মস

49) নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল
A) ক্লোরেল্লা
B) টেরেন্টিপোহলিয়া
C) সারগাসাম
D) পাইরালিনা

50) নিম্নের কোনটি শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত--
A) লাইকেন
B) মাইকোরাইজা
C) হল
D) ইস্ট

51) প্রোটোজোয়া পর্বভুক্ত সকল প্রাণীকোশগুলি কি প্রকৃতির?
A) দ্বিকোশী
B) নিউক্লিয়াসবিহীন
C) বহুকোশী
D) এককোশী

52) হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী?
A) প্রোটোজোয়া
B) নিডারিয়া
C) টিনোফোরা
D) পরিফেরা

53) কোন্ সন্ধিপদী প্রাণীতে পুঞ্জাক্ষির পরিবর্তে সরলাক্ষি থাকে?
A) আরশোলায়
B) ফড়িং -এ
C) মাকড়সায়
D) মশায়

54) সবচেয়ে বড়ো ভাইরাসের নাম কী ?
A) লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
B) লিউকো ভাইরাস
C) কলিফাজ ভাইরাস
D) সিমিয়ন ভাইরাস

55) ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি--
A) সেলুলোজ
B) কাইটিন
C) প্রোটিন
D) কোনোটিই নয়

56) নিন্মলিখিত মধ্যে কোন টি মোনরা এর অন্তর্গত নয়--
A) সায়ানোব্যাক্টেরিয়া
B) ব্যাক্টেরিয়া
C) এনাবেনা
D) ডায়াটম

57) Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত?
A) Bio ও logus
B) Bios ও logic
C) Bious ও logus
D) Bios ও logos

58) কোনটি pond silk বা জলজ রেশম নামে পরিচিত?
A) স্পাইরোগাইরা
B) ক্লোরেলা
C) ক্ল্যামাইডোমোনাস
D) ভলভক্স

59) উভচর গাছ কোন শ্রেণীতে পড়ে ?
A) থ্যালোফাইটা
B) জিমনোস্পার্ম
C) টেরিডোফাইটা
D) ব্রায়োফাইটা

60) পতঙ্গ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত--
A) অ্যানিলিডা
B) অর্থোপোডা
C) সিলেটে বাটা
D) জ্বষ্টৈশিয়া